আমাদের জন্য লিখুন – Write For Us

স্বাগতম,

আপনি যদি তথ্যপ্রযুক্তি, অনলাইনে আয়, ব্লগিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রভৃতি বিষয়ে মানসম্মত আর্টিকেল লিখতে সক্ষম হন তবে আপনাকে Swapnil Bangla .Com কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ব্লগের জন্য অতিথি লেখক (Guest Writer) হিসেবে লিখার আমন্ত্রণ জানানো হচ্ছে।

Guest Writer বা অতিথি লেখক হিসেবে কেন Swapnil Bangla .Com এ লিখবেন?

নিজের ব্লগ বা ওয়েবসাইট এর পরিবর্তে অন্য কারো ব্লগে অতিথি লেখক বা Guest Writer হিসেবে আর্টিকেল প্রকাশ করে সেই আর্টিকেলে নিজের ওয়েবসাইট বা ব্লগের জন্য ব্যাকলিংক তৈরি করা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পদ্ধতি সমূহের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল।

এর মাধ্যমে আপনি যেমন আপনার ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি করতে পারবেন। ঠিক তেমনি এই প্রক্রিয়ায় তৈরি করা ব্যাকলিংক আপনার ব্লগের ডোমেইন অথরিটি ও র‌্যাঙ্কিং বৃদ্ধিতে সহায়তা করবে।

এছাড়া, Guest Writer বা অতিথি লেখক এর লেখা একজন ব্লগারের ব্লগ বা ওয়েবসাইটের পরিচিতি বৃদ্ধি, ব্র্যান্ডিং ও সুনাম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বর্তমানে Guest Article হিসেবে আমরা শুধুমাত্র মানসম্মত ও ব্যাতিক্রমী অথচ স্পষ্টতা ও দৃঢ়তার সাথে একটি পূর্ণাঙ্গ ম্যাসেজ প্রকাশে সক্ষম এমন আর্টিকেল গ্রহণ ও প্রকাশ করছি।

আর্টিকেল লেখার শর্তসমূহ নিম্নরূপ-

১। লেখা মৌলিক হতে হবে। কোন অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে চুরি করা বা কপি করা লেখা প্রকাশ করা হবে না।
২। সম্পূর্ণ কপিরাইট মুক্ত ব্যতিক্রমী ও তথ্যসমৃদ্ধ কিছু লিখতে হবে। লেখাটি নূন্যতম ১৫০০ শব্দের উর্ধ্বে হতে হবে।
৩। আমাদের ব্লগে প্রকাশিত হলে পরবর্তীতে অন্য কোথাও সেই লেখা প্রকাশ করতে পারবেন না।
৪। লেখার মান ভালো হলে পরবর্তীতে (নূন্যতম ৫টি আর্টিকেল প্রকাশের পর) আপনাকে আকর্ষণীয় সম্মানীর বিনিময়ে নিয়মিত আর্টিকেল প্রকাশের সুযোগ দেয়া হবে।
৫। মান ভালো না হলে আমাদের পক্ষে তা প্রকাশ করা সম্ভব হবে না।
৬। আপনি আপনার লেখায় সর্বোচ্চ দুটি লিংক দিতে পারবেন। একটি আপনার ওয়েবসাইটের লিংক। অপরটি সোস্যাল মিডিয়ার প্রোফাইল লিংক।
৭। লেখার স্যাম্পল কপি সরাসরি ইমেইল এর মাধ্যমে সেন্ড করবেন। ওয়ার্ড ফাইলে এটাচমেন্ট হিসেবে পাঠানোর প্রয়োজন নেই।
৮। পিডিএফ ফাইলে কনভার্ট করে এটাচমেন্ট হিসেবে পাঠাতে পারবেন।
৯। লেখা পছন্দ হলে ঐদিনই ইমেইল এর মাধ্যমে আপনাকে জানানো হবে।
১০। প্রয়োজনে কিছু তথ্যাদি (যদি লেখায় তথ্যগত ভূল থাকে বা বিদ্যমান আইনের পরিপন্থী হয়) সংশোধন করা হবে। এতে করে আপনার আপত্তি থাকলে প্রকাশের পর আপনি তা আমাদের ইমেইল এর মাধ্যমে জানাতে পারবেন। যৌক্তিক মনে হলে তা সম্পাদনা করা যাবে।
১১। বানান বা ব্যাকরণগত ত্রুটি যুক্ত লেখা প্রকাশ করা হবে না।
১২। আপনার লেখা আপনার নামেই প্রকাশ করা হবে। আর্টিকেল এর শেষে আপনার নাম, ওয়েবসাইটের ঠিকানা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল লিংক দিতে পারবেন।

শর্ত সমূহ পড়ে রাজি থাকলে এখনই লেখা শুরু করে দিন। অনুগ্রহ করে নিজের কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করবেন।

Guest Article সম্পাদক কর্তৃক রিভিউ ও প্রকাশের প্রয়োজনে contact @ swapnilbangla.com ইমেইল ঠিকানায় পাঠিয়ে দিন।

ধন্যবাদান্তে,
সাব্বির আহমদ রাহিক
সঞ্চালক
Swapnil Bangla .Com