অ্যামাজন এবং ই-কমার্স প্রায় সমার্থক শব্দ। অনলাইন বাণিজ্যের যে আধুনিক রূপটি আমরা দেখতে পাই সেটি অ্যামাজনেরই সৃষ্টি। অ্যামাজন ডট কমকেই আমরা অ্যামাজন হিসেবে চিনি। এটি একটি আমেরিকান কোম্পানী। অনলাইন বাণিজ্য এবং ক্লাউড কম্পিউটিং অ্যামাজনের প্রধান দুই সেবা। ১৯৯৪ সালের জুলাই মাসের ৫ তারিখ অ্যামাজন যাত্রা শুরু করে। এর নির্মাতা বিশ্ববিখ্যাত জেফ বেযোস। এই কোম্পানীর বদৌলতে তিনি পৃথিবীর শীর্ষতম ধনীদের একজন।