ব্লগারে ব্লগিং করে খুব দ্রুত উন্নতি করতে ভালো থিম বা টেমপ্লেট এর কোনো বিকল্প নেই। ব্লগিং জগতের যে সমস্ত বন্ধুরা গুগলের blogger.com সাইটকে তাদের ব্লগ হোস্ট হিসেবে ব্যবহার করছেন তাদের সুবিধার্থে এখানে gooyaabitemplates এর সবচেয়ে ৫টি সেরা ও জনপ্রিয় ম্যাগাজিন থিম এর সন্ধান দেওয়ার চেষ্টা করেছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রায় প্রতিটি টেমপ্লেট যথেষ্ট আধুনিক মানের এবং অসাধারণ ডিজাইনের।