বর্তমান যুগে আমরা কাগজের নথিপত্রের তুলনায় পিডিএফ এর উপর নির্ভর করতেই বেশি পছন্দ করি। একাডেমিক থেকে অফিশিয়াল – সকল ক্ষেত্রেই পিডিএফ এর ছড়াছড়ি। তুলনামূলকভাবে স্টুডেন্টদের জন্য এখন মোবাইলে পিডিএফ তৈরী করা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। অনেক স্টুডেন্টই কিছুটা সংশয়ে থাকে, মোবাইলে পিডিএফ বানানো যাবে কিনা? হ্যা, অবশ্যই যাবে। এখানে মোবাইলে পিডিএফ বানানোর উপায় আলোচনা করা হয়েছে।