অনলাইন আয় বিষয়ক যে কোন আলোচনাতেই (অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লগিং) “নিশে”র কথা ঘুরে ফিরে বারবার চলে আসে। আপনি কি জানেন- নিশে কি? নিশে বা নিশ শব্দের প্রাথমিক উৎস ল্যাটিন। তখন উচ্চারণ ছিল ‘নাইডাস’। শব্দটির অর্থাৎ “নীড়” বা বাসা। ল্যাটিন থেকে ফ্রেঞ্চে এসে হল “নাইশার“ -অর্থ নীড় নির্মাণ বা একটা বাসা বানানো। তারও পরে, ফ্রেঞ্চেই এর উচ্চারণ হল “নিশ বা নিশে”। এই শব্দটির অর্থ নীড়ের ভেতরে নীড় বা কুলুঙ্গি।