সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে এর মধ্যে বেশ কিছু আলোচনা করেছি। বলেছিলাম যে, বিষয়টাকে দু’টি ভাগে ভাগ করা যায়। অন-পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং অফ পেজ অপটিমাইজেশন। অনপেজ অপটিমাইজেশন (On-Page SEO) নিয়ে সাম্প্রতিক সময়ে লিখেছি। আজকে কথা বলব অফপেজ অপটিমাইজেশন করে গুগল সার্চ র্যাংকিং বৃদ্ধি করার উপায় সমূহ নিয়ে।