চ্যাটজিপিটির মতো নতুন ৩টি এআই চ্যাটবট

বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এইসব চ্যাটবট আমাদের কাজের ধরনকে পুরোপুরি বদলে দিচ্ছে। সাধারণ প্রশ্নোত্তর থেকে শুরু করে জটিল সব সমস্যার সমাধান করে দিচ্ছে চোখের নিমিষেই। প্রযুক্তির এই অগ্রযাত্রায় বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব চ্যাটবট নিয়ে এলেও সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে ChatGPT. ChatGPT ছাড়াও যে Deepseek, Gemini এবং Microsoft Copilot এর মতো চ্যাটবট রয়েছে ইন্টারনেটে, অনেকেই হয়তো জানে না।

আজ এই আর্টিকেলে আমি ChatGPT এর মতো আরো ৩টি চ্যাটবট নিয়ে আলোচনা করবো। আপনারা এগুলোর প্রতিটি ব্যবহার করবেন এবং জানাবেন, কোনটাকে আপনি চ্যাটজিপিটির বিকল্প মনে করছেন।

Deepseek

নেট দুনিয়ায় যখন যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির জয়জয়কার, তখন চীন নিয়ে এলো নতুন চ্যাটবট Deepseek!

আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় চলেছে ChatGPT বনাম Deepseek নিয়ে তর্ক বিতর্ক! Chatgpt ব্যবহার করা পুরোনো ইউজাররা Deepseek এ মাইগ্রেট করছে। আবার অনেকে ব্যাখ্যা দিচ্ছে, কেন এখনো ChatGPT – ই সেরা!

Deepseek এর বিশেষত্ব হলো, এটি আপনার সঙ্গে কি রকম আচরণ করবে, কথার টোন কেমন হবে, তা আপনি চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা পারবেন। উন্নত ডিপ লার্নিং টেকনোলজি ব্যবহার করায় এটি একই তথ্য বার বার দেয় না, বরং প্রসঙ্গ বুঝে যথাপোযুক্ত উত্তর দিতে পারে।

Deepseek ব্যবহার করে আমারো ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। তবে এর ফ্রি ভার্সনটির সার্ভার কিছুক্ষণ পর পরই ডাউন হয়ে যায়। তখন গালে হাত দিয়ে অপেক্ষা করা ছাড়া গতি থাকে না!

Gemini

Gemini এর পুরোনো নাম “Google Bard”. Gemini এর সবচেয়ে বড় শক্তি হলো লাইভ ইন্টারনেট অ্যাক্সেস। যখন ChatGPT পুরনো তথ্য নিয়ে পড়ে থাকে, Gemini তখন গুগলের বিশাল ডাটাবেস থেকে একদম আপ-টু-ডেট উত্তর নিয়ে হাজির হয়।

এখন প্রশ্ন হলো, যেহেতু Gemini আপ-টু-ডেট থাকে, তাহলে কি এটি ChatGPT এর থেকেও ভালো? আসলে, এই প্রশ্নের উত্তর নির্ভর করে ব্যবহারের ধরনের ওপর। Gemini রিয়েল-টাইম তথ্য দিতে পারে, কিন্তু ChatGPT অনেক বেশি এ্যাকুরেট গুগল বার্ডের তুলনায়। তবে হ্যাঁ, Gemini ক্রমাগত উন্নতি করছে, আর গুগলের ব্যাকআপ থাকায় একদিন হয়তো এটাই হবে এআই জগতের চ্যাম্পিয়ন!

বলে রাখা ভালো, কিছুদিন আগে গুগল বার্ডের একটি রিপ্লাই নিয়ে সমালোচনার ঝড় উঠেছিলো সোশ্যাল প্লাটফর্মগুলোতে। মানসিকভাবে হতাশায় থাকা এক যুবককে Gemini লিখেছিলো ‘please die‘ এবং ‘you are a waste of time and resources‘! (১)

Microsoft Copilot

মাইক্রোসফট কেবল সার্চ ইঞ্জিনে চ্যাটজিপিটি বসিয়ে চুপচাপ বসে থাকেনি, তারা Microsoft Copilot নামের এক অসাধারণ AI Assistant ও বানিয়ে ফেলেছে! এটি এমন এক টুল, যা শুধু প্রশ্নের উত্তর দেয় না, বরং কাজ সহজ করে দেয়, সময় বাঁচায়, আর আপনার জব লাইফকে বানায় স্মার্ট।

জেনে অবাক হবেন, Windows, Microsoft 365 (Word, Excel, PowerPoint, Outlook), GitHub, Edge, এবং Bing-এ AI টুল হিসেবে Microsoft Copilot ব্যবহার করা হয়েছে।

সুবিধা যেহেতু আছে, সমস্যাও থাকবে। Microsoft Copilot এর সমস্যা হলো, কখনো কখনো এটি ভুল ভাল উত্তর দেয়, বিশেষ করে একটু জটিল টপিক নিয়ে। যদি কোনো প্রশ্নের নির্ভরযোগ্য তথ্য না থাকে, তাও Copilot একটা উত্তর বানিয়ে দিতে পারে, যা বিভ্রান্তিকর! এই বদঅভ্যাস চ্যাটজিপিরও আছে।

শেষকথা

Deepseek, Gemini, Microsoft Copilot এবং ChatGPT— প্রতিটি চ্যাটবটেরই নিজস্ব সুবিধা অসুবিধা রয়েছে। একেক ধরণের কাজে একেকটি চ্যাটবট বেশি পটু। আপনার কাজ শুধু খুঁজে বের করা, কাজের ধরণ অনুযায়ী কোন চ্যাটবটটি আপনার জন্য বেশি উপযুক্ত…

ফুটনোট

১। Google’s Gemini turns villain: AI asks user to die, calls him ‘waste of time, a burden on society’ – The Economic Times

Leave a Comment