আমি,
সাব্বির আহমদ রাহিক
খুবই সাধারণ একজন মানুষ। শিক্ষা, সামাজিক পরিচিতি, অর্থনৈতিক অবস্থা সবকিছুতেই অতি সাধারণ।
নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নেই। আশির দশকে সৃষ্টিকর্তার ইচ্ছের ঘুড়ি হয়ে কেমন করে যেন পৃথিবীতে চলে আসি। সঠিক দিন, তারিখ, সময় জানা নেই। কেননা, কেউ তা আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি।
হয়তো সে কারণেই যখন থেকে বুঝতে শিখেছি, ঠিক তখন থেকেই সংঘর্ষ করার অর্থ অনুভব করতে শিখেছি।
অল্প বয়সেই কর্ম জীবনে প্রবেশ করি। খুব একটা সফল হতে পারিনি। তবে চেষ্টা চলমান। সেই চেষ্টার শেষ হচ্ছে কবে, জানার ইচ্ছে ছিল খুব।
স্বপ্ন সবাই দেখে। স্বপ্নকে সফল করার জন্য কার না ইচ্ছে জাগে মনের গহীন কোনে।
তেমনি এক স্বপ্নের ঘোরে যাত্রা শুরু Swapnil Bangla .Com এর।
কয়েকটা ভোর চলে যেতেই ঘোর ভাঙ্গে বাস্তবতার কষাঘাতে।
এই ব্লগটিকে ঘিরে খুব বেশি কিছু প্রত্যাশা এখন আর নেই।
শুধু টিকে থাকার জন্য চেষ্টা করে যাচ্ছি।
যেমনটা এই ছোট্ট জীবনটাকে যাপিত করে যেতে আমার মতো কিছু মানুষের প্রতিদিন করে যেতে হয়।
আমি তো তাদের থেকে ব্যাতিক্রম কেউ নই।
ব্লগের বিষয়বস্তু নিয়ে কিছু কথা-
আমার এই ব্লগটি নির্দিষ্ট কোন বিষয়কে কেন্দ্র করে বিকষিত করার ইচ্ছে নেই।
সম্ভবত, সেই যোগ্যতাও নেই।
কেননা শুধুমাত্র একটি বিষয়ের উপর ব্লগ লিখতে হলে সেই বিষয়ের উপর যতটুকু জানা বা জ্ঞানের গভীরতা প্রয়োজন ততটুকু আমার নেই।
তাই, এই ব্লগটি নিয়ে অগোছালোভাবে যখন যা মনে আসে, তাই করি। যা ইচ্ছে হয় তাই লিখি বা প্রকাশ করি। ঠিক, নিজের জীবনটাকে নিয়ে যেমন ডিজিটাল বিনোদন করে যাচ্ছি!
হয়তো, ব্লগিং জগতের বিজ্ঞজনেরা আমার এইসব কথাতে কিছুটা হাসির উপলক্ষ্য খুঁজে পাবেন।
যদি তাই হয়, তবে একটু হাসুন না প্রাণ খুলে।
কেননা, মানুষের মুখের এই হাসিটা কেন যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে।
একটি নিষ্পাপ মুখের প্রাণবন্ত, উজ্জ্বল হাসি দেখার জন্য মনটা খুব ছটফট করে।
কি লিখেছি, কেন লিখেছি?
মূলত অনলাইনে আয় ও ব্লগিং শুরু করার বিভিন্ন পদ্ধতি নিয়ে কিছু লেখার চেষ্টা করেছি।
শুরুটা করেছিলাম “কিভাবে ব্লগ তৈরি করে অনলাইনে আয় করা যায়?” লেখাটি প্রকাশ করে।
এরপর লিখলাম কিভাবে একটি ওয়েবসাইট খোলা যায়?
বৈচিত্রের প্রয়োজনে ওয়ার্ডপ্রেস কি, কেন শিখব এবং ওয়ার্ডপ্রেস শিখে কিভাবে আয় করা যায়? লেখাটি ঠিক তার পরপরই প্রকাশ করি।
লেখাগুলো প্রকাশের পর নিজেকে একটু সময় দিলাম। ভাবনাগুলো গোলমেলে, গন্তব্যহীন পথে এগিয়ে যাচ্ছিল।
অনেকদিন সময় নষ্ট করার পর সিদ্ধান্ত নিই, শুধুমাত্র নিজের জন্য না লিখে এমন কিছু লিখব যা অন্যের মনেও প্রশ্ন তোলার কারণ সৃষ্টি করবে।
জীবনকে নতুন করে একটি সুযোগ দেয়ার প্রেরণা যোগাবে।
যে ভাইটি বা বোনটির পেটে ক্ষুধা প্রচণ্ড কিন্তু পরিবেশ পরিস্থিতির চাপে তার মৌলিক অধিকারটি পাবার জন্য মুখ ফুটে চাইতে পারছেনা, তার ক্ষুধা নিবৃত্তির জন্য প্রয়োজনীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
সেই ভাবনা থেকেই লিখতে বসে কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করে অনলাইনে আয় করা যায় লেখাটি লিখে ফেললাম। চেষ্টা করে যাচ্ছি, যাতে ভবিষ্যতে এমন কিছু আরো লিখতে পারি; যাকিনা প্রকৃত অর্থে কারো কিছু কাজে আসতে পারবে।
একই উদ্দেশ্য নিয়ে অন্যান্য যে সকল লেখা এখন অব্দি এই ব্লগে প্রকাশিত হয়েছে-
- কিভাবে ফ্রিলান্সিং করে আয় করা যায়?
- গুগল অ্যাডসেন্স থেকে টাকা আয় করার নিশ্চিত উপায়।
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে আয় করার উপায়।
- ফেসবুক থেকে আয় করার কার্যকর কিছু উপায়।
- আর্টিকেল লিখে অনলাইনে আয় করার নিশ্চিত উপায়।
যে বিষয়গুলো নিয়ে এখানে লিখেছি, সে সম্পর্কে পৃথিবীজুড়ে অনেকেই হয়তো ইতিপূর্বে অনেক কিছুই লিখেছেন।
আমি হয়তো নতুন কোনো তথ্য যুক্ত করতে পারিনি।
নতুন বোতলে পুরনো সুধা জাতীয় কিছু একটা হয়তো হয়েছে।
তবুও লিখছি- নিজে যতটুকু জানি বা বুঝি, তার সবটুকু উজাড় করে।
এই আশায়- যদি কখনো কোনদিন কেউ না কেউ কিছু না কিছু পড়ে বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন।
আপনি যদি আমার এই প্রচেষ্টার অংশ হতে চান তবে যুক্ত হতে পারেন এই ব্লগের লেখক সদস্যদের একজন হিসেবে।
আপনার সেরা লেখাগুলো ইমেইল করুন info [@] swapnilbangla.com ঠিকানায়।
লেখা প্রকাশের শর্তসমূহ জানতে আমাদের জন্য লিখুন – Write For Us – এই লেখাটি পড়ে দেখতে পারেন।
সাম্প্রতিক প্রকাশনা সমূহ –
- মেট্রোরেলে চলাচলের নিয়ম এবং বিস্তারিত গাইডলাইনঢাকা শহরের যানজট একটি দীর্ঘস্থায়ী সমস্যা। এই সমস্যা সমাধানের জন্যই বাংলাদেশ সরকার মেট্রোরেল চালু করেছে। মেট্রোরেল শুধু দ্রুতগামীই নয়, এটি নিরাপদ, আরামদায়ক এবং পরিবেশবান্ধব একটি পরিবহন ব্যবস্থা। এটি শহরের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে এবং যাত্রীদের সময় ও শক্তি বাঁচাচ্ছে। আজকের এই লেখায় আমরা মেট্রোরেলের পরিচিতি, টিকিট সংগ্রহ, প্রবেশ ও চলাচলের নিয়ম সহ সবকিছু বিস্তারিতভাবে … Read more
- চ্যাটজিপিটির মতো নতুন ৩টি এআই চ্যাটবটবর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এইসব চ্যাটবট আমাদের কাজের ধরনকে পুরোপুরি বদলে দিচ্ছে। সাধারণ প্রশ্নোত্তর থেকে শুরু করে জটিল সব সমস্যার সমাধান করে দিচ্ছে চোখের নিমিষেই। প্রযুক্তির এই অগ্রযাত্রায় বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব চ্যাটবট নিয়ে এলেও সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে ChatGPT. ChatGPT ছাড়াও যে Deepseek, Gemini এবং Microsoft … Read more
- অনলাইনে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করার নিয়মবাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নানান রকম সহায়তা প্রদান করে আসছে। এর মধ্যে প্রতিবন্ধী ভাতা অন্যতম। আগে এই ভাতা পেতে বিভিন্ন জটিলতার মুখোমুখি হতে হতো। কিন্তু এখন ডিজিটাল বাংলাদেশের এই যুগে অনলাইনে খুব সহজেই প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করা যায়। এই ব্লগে আমরা ধাপে ধাপে অনলাইনে প্রতিবন্ধী ভাতা আবেদন করার নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে … Read more
- বাংলাদেশে পাসপোর্ট করার নিয়ম ২০২৫: কি কি ডকুমেন্ট লাগে এবং খরচবর্তমানে বাংলাদেশ থেকে অনেক মানুষ জীবিকার তাগিদে বিদেশ যেতে যাচ্ছেন। কিন্তু অনেকেই জানেন না বাংলাদেশে ই-পাসপোর্ট বানানোর নিয়ম কি। তাই, পাসপোর্ট বানানোর প্রয়োজন পড়লেই অনেকে দ্বিধান্বিত হয়ে যায়। কিভাবে আবেদন করতে হবে? কাগজপত্র কী কী লাগবে? কত টাকা লাগবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কেউ কেউ পড়েন দালালের খপ্পরে। যাইহোক, পাসপোর্ট নিয়ে আর নয় দুঃচিন্তা! … Read more
- চট্টগ্রামের সেরা ১৪টি দর্শনীয় স্থানচট্টগ্রাম, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, একই সাথে প্রকৃতির এক অপূর্ব দান। পাহাড়, সমুদ্র, সবুজ অরণ্য, নদী, ঐতিহাসিক স্থাপত্য, আর সংস্কৃতির এক মনোমুগ্ধকর মিশ্রণ এই শহরকে করেছে অনন্য। ভ্রমণপ্রেমীদের জন্য চট্টগ্রাম এক স্বর্গ। আজকের এই ব্লগে চট্টগ্রামের প্রধান কিছু টুরিস্ট স্পট সম্পর্কে বিস্তারিত লেখা হলো। পাঠকের সুবিধার্থে চট্টগ্রামের পর্যটনকেন্দ্র গুলোকে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন, সমুদ্র সৈকত, … Read more