একসাথে ২২টি সরকারি মোবাইল এ্যাপ এবং ডাউনলোড লিংক

পুরো বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যেই অগ্রযাত্রা কয়েক দশক ব্যাপী আমরা দেখতে পাচ্ছি, তার রেশ লেগেছে বাংলাদেশেও। তাই, বাংলাদেশ সরকার নিজ উদ্যোগে তৈরী করছে নানান এ্যাপ।

সরকারী ভাবে তৈরী করা এই এ্যাপগুলোর প্রধান উদ্দেশ্য হলো, প্রয়োজনীয় সকল নাগরিক সেবা জনগণকে অনলাইনের মাধ্যমে পৌছে দেয়া। এতে যেমন নাগরিকদের সময় বাঁচছে, কমছে প্রতারিত হওয়ার বা ভোগান্তির স্বীকার হওয়ার আশংকাও।

তবে, আমরা সাধারন মানুষ সরকারী এই এ্যাপগুলো সম্পর্কে কতটুকু জানি? অনলাইনে রেজাল্ট দেখা বা অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করার মধ্যেই আমাদের ডিজিটাল নাগরিক সেবা উৎযাপনের সমাপ্ত ঘটে। অথচ সাধারন মৎসজীবী থেকে শুরু করে গাড়িচালক, কৃষক থেকে শুরু করে শিক্ষার্থী, সবার জন্যই রয়েছে সরকারের নানান অনলাইন ভিত্তিক সুযোগ সুবিধা৷ সেগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা।

এই আর্টিকেলে আপনি জানতে পারবেন ২২টি এমন সরকারী এ্যাপের কথা, যেগুলো আগে জানতেন না। তাহলে চলুন, শুরু করা যাক।

১। বাংলাদেশ ডিরেক্টরি (Bangladesh Directory)

এই অ্যাপে দেশের সকল সরকারি কর্মকর্তাদের পরিচয় সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আপনি এই অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট কোনো কর্মকর্তার তথ্য, তাদের মোবাইল নাম্বার এবং এ্যাড্রেস খুব সহজেই পেয়ে যাবেন।

মালিকানা: সরকারি সংস্থা।

ডাউনলোড লিংক: Bangladesh Directory

২। জয় (Joy)

জয় নামের এই অ্যাপটি তৈরী করা হয়েছে সরকারি নতুন নতুন নানান সুবিধা এবং প্রকল্প সম্পর্কে আমাদের দেশের জনগণকে অবহিত করার জন্য।

পাশপাশি, এসব প্রকল্প ও অনুদানের জন্য অনলাইনে আবেদন করার সুযোগও করে দিচ্ছে এই এ্যাপটি।

মালিকানা: বাংলাদেশ সরকার।

ডাউনলোড লিংক: Joy

৩। সঞ্চয় (Sanchay)

সঞ্চয় অ্যাপটি বাংলাদেশীদের সঞ্চয়পত্র ব্যবস্থাপনার জন্য একটি সুন্দর ডিজিটাল সল্যুউশান করে দিয়েছে।

এই এ্যাপের মাধ্যমে আমরা খুব সহজেই সঞ্চয়পত্র ক্রয়, বিক্রয় এবং সেগুলোর মেয়াদ শেষ হওয়ার সময় সম্পর্কিত যেকোনো তথ্য জানতে পারি।

মালিকানা: বাংলাদেশ সরকার।

ডাউনলোড লিংক: Sanchay

৪। আমার সরকার (myGov)

সরকারি বিভিন্ন ধরণের সেবাকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে একীভূত করার জন্য তৈরী করা হয়েছে আমার সরকার নামের এই অসাধারন এ্যাপটি।

সহজ কথায়, এটা হচ্ছে ‘একের ভেতর সব’ ধাঁচের একটি এ্যাপ। এখানে বিভিন্ন সরকারি সংস্থার সেবা এবং যাবতীয় তথ্য পাওয়া যায় হাতের কাছে।

মালিকানা: বাংলাদেশ সরকার।

ডাউনলোড লিংক: myGov

৫। ই-ট্রাফিক (e-Traffic)

আপনি যদি কখনো ভুলবশত ট্রাফিক আইন লঙ্ঘন করে ফেলেন, চিন্তা নেই! অনলাইনেই জরিমানা দিতে পারবেন এই এ্যাপটির মাধ্যমে।

ই-ট্রাফিক এ্যাপটি আমাদের দেশের জনগণকে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করে তোলে এবং জরিমানা প্রদান করার প্রক্রিয়াটাকে সহজ করে দেয়।

মালিকানা: বাংলাদেশ পুলিশ।

ডাউনলোড লিংক: e-Traffic

৬। স্বাস্থ্য সেবা (Health Service)

স্বাস্থ্য সেবা এ্যাপটি বাংলাদেশের নাগরিকদেরকে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নানান পরামর্শ, ফ্রি ফিটনেস প্রোগ্রাম এবং ডায়েট প্লান দিয়ে আসছে।

আমার অভিজ্ঞতা থেকে বললে, স্বাস্থ্য সেবা নামের এই সরকারী এ্যাপটি সত্যিই একটি অসাধারণ টুল। যখনই আমি স্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য বা পরামর্শ প্রয়োজন বোধ করি, এই অ্যাপটি ব্যবহার করি।

মালিকানা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

ডাউনলোড লিংক: Health Service

৭। বাংলাদেশ রেলওয়ে (Bangladesh Railway)

এই এ্যাপের কথা শোনেননি, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন বলে আমি মনে করি। এই এ্যাপের মাধ্যমে বাংলাদেশের যেকোনো ট্রেনের টিকিট কাটা যায়।

একটা সময় ছিলো, যখন এদেশের মানুষ ভোরে উঠে রেলস্টেশনে যেয়ে লাইনে দাড়াতেন একটা টিকিটের জন্য। সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে টিকিট পেতেন না। অথচ এই এ্যাপের মাধ্যমে ঘরে বসেই এখন টিকিট কাটা যাচ্ছে।

মালিকানা: বাংলাদেশ রেলওয়ে মন্ত্রনালয়।

ডাউনলোড লিংক: Bangladesh Railway

৮। শিক্ষা বাতায়ন (Shikkha Batayan)

আমাদের দেশের শিক্ষা খাত আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ‘’শিক্ষা বাতায়ন” এ্যাপটি তৈরী করা হয়েছে।

এখানে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের জন্য বিভিন্ন শিক্ষামূলক তথ্য ও পড়াশোনার জন্য প্রয়োজনীয় রিসোর্স রাখা আছে।

মালিকানা: বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়।

ডাউনলোড লিংক: Shikkha Batayan

৯। নগদ (Nagad)

নগদ অ্যাপটি একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যা ব্যবহারকারীদের মোবাইলের মাধ্যমে সহজে লেনদেন করার সুবিধা দিয়ে থাকে।

অনেকে এটাকে ব্যক্তি মালিকানায় থাকা প্রতিষ্ঠান ভাবলেও, আসলে কিন্তু এটা বাংলাদেশ ডাক বিভাগের একটি উদ্যোগ!

মালিকানা: বাংলাদেশ ডাক বিভাগ।

ডাউনলোড লিংক: Nagad

১০। ট্রাফিক সিগন্যাল গাইড (Traffic Signal Guide)

ট্রাফিক সিগন্যাল গাইড অ্যাপটি আমাদের দেশের গাড়িচালকদের জন্য একটি শিক্ষামূলক এ্যাপ, যা দিয়ে তারা বিভিন্ন ট্রাফিক সিগন্যাল এবং রাস্তায় ধারে রাখা বিভিন্ন চিহ্ন বা আইকন সম্পর্কে জানতে পারবে।

এই এ্যাপটি মূলত ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছিলো।

মালিকানা: বাংলাদেশ পুলিশ।

ডাউনলোড লিংক: Traffic Signal Guide

১১। উত্তরাধিকার (Uttoradhikar)

উত্তরাধিকার নামের এ্যাপটি বাংলাদেশের এটুআই (Access to Information) প্রোগ্রামের অংশ হিসেবে তৈরি করা হয়েছে।

এটি মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি সঠিক উত্তরাধিকারের কাছে হস্তান্তর নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় একটি মোবাইল অ্যাপ্লিকেশন। দেশীয় এবং ধর্মীয় আইন অনুযায়ী সম্পত্তি বন্টনের সঠিক উপায় সম্পর্কে জানতে এখনই ডাউনলোড করুন বাংলাদেশ সরকারের তৈরী এই এ্যাপটি।

মালিকানা: বাংলাদেশ সরকার।

ডাউনলোড লিংক: Uttoradhikar

১২। বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)

বাংলাদেশ ব্যাংক অ্যাপটি মূলত এদেশের কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সেবা এবং প্রয়োজনীয় তথ্য জনগনের কাছে সুস্পষ্টভাবে প্রচার করার জন্য ডিজাইন করা হয়েছে।

এটি আমাদেরকে ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং সেবা প্রদান করে।

মালিকানা: বাংলাদেশ ব্যাংক।

ডাউনলোড লিংক: Bangladesh Bank

১৩। আমি প্রবাসী (Ami Probashi)

আপনি কি প্রবাসী বা প্রবাসে যেতে ইচ্ছুক? উত্তর যদি হ্যাঁ হয়, তাবে এই অ্যাপটি আপনার জন্যই!

আপনি এই অ্যাপের মাধ্যমে প্রবাসীদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য পেতে পারেন। যেমন, প্রবাসী কল্যাণ সেবা, বিদেশের বিভিন্ন কাজের সুযোগ, আইনগত সাহায্য, এবং প্রবাসে জীবনযাপন সম্পর্কিত অন্যান্য তথ্য।

মালিকানা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

ডাউনলোড লিংক: Ami Probashi

১৪। ভূমি সেবা (Land Service)

ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে ভূমি সেবা নামের এই এ্যাপে। এই এ্যাপটি ব্যবহার করে আপমি আপনার জমির তথ্য এবং রেকর্ড জানতে পারবেন।

পাশাপাশি, ভূমি বিষয়ক বিভিন্ন কাজ অনলাইনে সম্পন্ন করতে পারবেন।

মালিকানা: ভূমি মন্ত্রণালয়।

ডাউনলোড লিংক: Land Service

১৫। প্রত্যয়ন (Prattayan)

যেকোনো ধরনের সরকারী প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট অনলাইনে পেতে এই এ্যাপটি আপনার কাজে লাগবেই।

একটা সময় ছিলো যখন সার্টিফিকেট তোলার জন্য প্রথমে ব্যাংকে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হতো। তারপর ফি শোধ করে আবেদন পত্র নিয়ে সেটা পূরন করে জমা দিতে হতো যথাযত কর্তৃপক্ষের কাছে। সেই দিন আর নেই। এই এ্যাপের মাধ্যমে অনলাইনেই আবেদন করে তুলে নিতে পারবেন আপনার যেকোনো সার্টিফিকেট!

মালিকানা: বাংলাদেশ সরকার।

ডাউনলোড লিংক: Prattayan

১৬। ভূমি উন্নয়ন কর

এই অ্যাপ ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার জমির কর অনলাইনে হিসাব এবং পরিশোধও করতে পারবেন।

এছাড়াও, এখানে আপনি কর প্রদান সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত ও পরামর্শ পেতে পারেন।

মালিকানা: ভূমি মন্ত্রনালয়।

ডাউনলোড লিংক: ভূমি উন্নয়ন কর

১৭। আমার আদালত (MyCourt)

“আমার আদালত – myCourt” একটি সরকারি অ্যাপ, যার মাধ্যমে আদালতে চলমান মামলার তথ্য সহজেই জানা যায়।
এছাড়াও, এই অ্যাপটি ব্যবহার করে আপনি যেকোনো মামলার স্ট্যাটাস ও আদালতের কার্য তালিকা দেখতে পারবেন। আমার আদালত এ্যাপটি এমনভাবে তৈরী করা হয়েছে, যেন যে কেউ এটি ব্যবহার করে উপকৃত হতে পারে।

মালিকানা: বাংলাদেশ সরকার।

ডাউনলোড লিংক: MyCourt

১৮। মৎস্য সমবায় (Fisheries Cooperative)

মৎস্য সমবায় অ্যাপটি মৎস্য চাষীদের জন্য তৈরী করা হয়েছে। এখানে মৎস্য চাষ এবং বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় তথ্য ও অনলাইন সেবা প্রদান করা হয়।

আপনি আপনার পুকুরে মাছ চাষ করতে চাইলে, এই এ্যাপের মাধ্যমে সঠিক পরামর্শ পেতে পারবেন।

মালিকানা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

ডাউনলোড লিংক: Fisheries Cooperative

১৯। নথি (Nothi)

নথি অ্যাপটি একটি ডিজিটাল ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম যা সরকারি ফাইল এবং নথিপত্র সংরক্ষণ এবং পরিচালনার জন্য ব্যবহৃত হয়। এটি দেশের সকল সরকারি দপ্তরগুলোর কার্যক্রমকে একীভূত বা সিনক্রোনাইজড করে। যার ফলে, এক দপ্তরের সাথে আরেক দপ্তরের তথ্যে মিল থাকে।

মালিকানা: বাংলাদেশ সরকার।

ডাউনলোড লিংক: Nothi

২০। আমার সেবা (Amar Sewa)

এই এ্যাপটি বাংলাদেশের জনগণকে তার বিভিন্ন নাগরিক সেবা সম্পর্কে সচেতন করে এবং বিভিন্ন সরকারী কাজ অনলাইনে সম্পন্ন করার সুযোগ করে দেয়।

মালিকানা: বাংলাদেশ সরকার।

ডাউনলোড লিংক: Amar Sewa

২১। গাড়ির সেবা (BRTA Service)

গাড়ির সেবা অ্যাপটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (BRTA) কার্যক্রমকে অনলাইন নির্ভর করার জন্য তৈরী করা হয়েছে। এই এ্যাপটি গাড়ির মালিক ও চালকদের বিভিন্ন অনলাইন সেবা প্রদান করে।

মালিকানা: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (BRTA)।

ডাউনলোড লিংক: BRTA Service

২২। সরকারি ওয়েবসাইটসমূহ (Govt Websites)

‘সরকারি ওয়েবসাইটসমূহ’’ নামের এই অ্যাপটি বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ওয়েবসাইটগুলোকে একত্রিত করে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য বানানো হয়েছে।

এই এ্যাপের মাধ্যমে দেশের জনগণ সহজেই বিভিন্ন সরকারি ওয়েবসাইট সম্পর্কে জানতে পারে এবং ব্রাউজ করতে পারে।

মালিকানা: বাংলাদেশ সরকার।

ডাউনলোড লিংক: Govt Websites

শেষকথা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রযাত্রার ফলে আমাদের দৈনন্দিন জীবন হয়েছে আরামদায়ক এবং সাশ্রয়ী। সরকারি সেবাসমূহকে আমাদের জন্য আরো সহজ করতে এই অ্যাপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, কৃষি এবং অন্যান্য খাতে এসব অ্যাপস দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষভাবে সহায়ক।

আপনার প্রয়োজন অনুযায়ী এই অ্যাপগুলো ডাউনলোড করুন এবং রিভিউ দিয়ে এ্যাপগুলো মান উন্নয়নে ভূমিকা রাখুন।

Leave a Comment