হুমায়ুন আহমেদ এর সেরা ১০টি ধারাবাহিক নাটক এবং ডাউনলোড লিংক

হূমায়ুন আহমেদ ঔপন্যাসিক হিসেবে শুরুতে জনপ্রিয় হলেও ধিরে ধিরে তিনি নাটক তৈরীর দিকে মন দেন। ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এই এক দশক বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি বিভিন্ন রকমের ধারাবাহিক ও টেলিফিল্ম রচনা করেন।

এই আর্টিকেলে হূমায়ুন আহমেদের সেরা ১০টি ধারাবাহিক নাটকের তথ্য ইউটিউব লিংক সহ দেয়া হয়েছে। ইউটিউব থেকে যে কেউ এই নাটকগুলো ডাউনলোড করে দেখতে পারবে।

হূমায়ুন আহমেদ রচিত সেরা ১০টি ধারাবাহিক নাটক এবং তাদের ডাউনলোড লিংক


উড়ে যায় বকপক্ষী

  • মূল মুক্তির তারিখঃ ২০০৪ সাল।
  • পর্বের সংখ্যাঃ ২৬ টি।
  • অভিনয়েঃ শাওন, মাসুম আজিজ, রিয়াজ, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, চ্যালেঞ্জার।

হূমায়ুন আহমেদ রচিত জীবন দর্শন ভিত্তিক অন্যতম সেরা ধারাবাহিক নাটকটির নাম হলো “উড়ে যায় বকপক্ষী” । এই নাটকে গ্রামের অতি দরিদ্র একটি গানের দল এবং তাদের হাসি কান্না, আনন্দ বেদনায় মাখা জীবনযাত্রা এবং ক্ষুধার সাথে করা সংগ্রাম তুলে ধরা হয়েছে।

প্রথমদিকে এই নাটকটি তেমন আলোচনায় না এলেও ধীরে ধীরে এটি ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করে। এই নাটকে কিছু গান আছে, যেগুলো এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। যেমন, সুবীর নন্দীর লেখা ‘সোহাগ চাঁদ বদনী ধ্বনী’, ‘হুরমুর হুরমুর করে মেঘা’, ‘আমার কইলজা ছান ছান করে’ এবং মমতাজের ‘ঢোল বাজে দোতারা বাজে’, ‘আমার যমুনার জল দেখতে কালো’।

এই নাটকটিকে অভিনেতা ফারুক আহমেদ এর ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

নাটকটি ইউটিউবে দেখুনঃ উড়ে যায় বকপক্ষী

নক্ষত্রের রাত

  • মূল মুক্তির তারিখঃ ১৯৯৫ সালের ১৭ই ফেব্রুয়ারী
  • পর্বের সংখ্যাঃ ২৩ টি
  • অভিনয়েঃ আবুল হায়াত, আবুল খায়ের, আসাদুজ্জামান নূর, সারা যাকের, আব্দুল কাদের, আজিজুল হাকিম, জাহিদ হাসান, শমী কায়সার, আফসানা মিমি, শাওন।

বাংলা নাটকের ইতিহাসে নক্ষত্রের রাত হূমায়ুন আহমেদের একটি কালজয়ী ধারাবাহিক নাটক। এই নাটকটি বাঙ্গালীদের মনে আজীবন নক্ষত্রের মতোই চির উজ্জ্বল হয়ে থাকবে। এই নাটকের কোনো চরিত্রই সাধারণ নয়, বরং প্রতিটিই অসাধারণ এবং আপন মহিমায় উজ্জ্বীবিত।

‘নক্ষত্রের রাত’ নামের এই নাটকে অভিনয় করে শমী কায়সার ব্যাপক খ্যাতি কুড়িয়েছিলেন।

নাটকটি ইউটিউবে দেখুনঃ নক্ষত্রের রাত

কোথাও কেউ নেই

  • মূল মুক্তির তারিখঃ ১৯৯২ সাল
  • পর্বের সংখ্যাঃ ২০ টি
  • অভিনয়েঃ সুবর্ণা মুস্তফা, আসাদুজ্জামান নূর, মাসুদ আলী খান, লাকী ইনাম, খায়রুল আলম সবুজ, আব্দুল কাদের, আফসানা মিমি, সালেহ আহমেদ, তমালিকা কর্মকার, মাহফুজ আহমেদ, শীলা আহমেদ।

বাংলা নাট্য অঙ্গনে কোথাও কেউ নেই নাটকটিকে সর্বকালের সর্বশ্রেষ্ট নাটক হিসেবে ধরা হয়। এই নাটকের নাম শোনেনি এমন মানুষ বাংলাদেশে খুব কম আছে।

এই নাটকের প্রধান চরিত্র “বাকের ভাই” অতীত এবং বর্তমানের সেরা জনপ্রিয় একটি চরিত্র। দর্শক মহল এই বাকের ভাই চরিত্রটিকে যতটা আপন করে নিয়েছিল, সেই নজির এর আগে বা পরে কখনোই দেখা যায়নি।

দর্শক এই চরিত্রটিকে এতোটাই ভালোবেসেছিল যে, বাকের ভাইয়ের ফাঁসি আটকানোর জন্য ঢাকায় রীতিমতো মিছিল বের করেছিল সাধারণ মানুষ। এমনকি, তৎকালীন প্রধানমন্ত্রী হূমায়ুন আহমেদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যেন শেষ পর্যন্ত বাকের ভাইকে ফাঁসি দেয়া না হয়।

বাকের ভাই চরিত্রে আসাদুজ্জামান নুরের অভিনয় তাকে খ্যাতির সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গিয়েছিল। আজও তাকে মানুষ বাকের ভাই নামের সম্বোধন করে।

আসাদুজ্জামান নুরের পাশাপাশি সুবর্না মুস্তফাও তার দুর্দান্ত ক্যারিয়ারের সেরা অভিনয়টা দেখিয়েছিলেন এই নাটকে।

নাটকটি ইউটিউবে দেখুনঃ কোথাও কেউ নেই

অয়োময়

  • মূল মুক্তির তারিখঃ ১৯৮৯ সাল।
  • পর্বের সংখ্যাঃ অনির্দিষ্ট।
  • অভিনয়েঃ সুবর্ণা মুস্তফা, আসাদুজ্জামান নূর, মাসুদ আলী খান, লাকী ইনাম, আফসানা মিমি, সালেহ আহমেদ, মাহফুজ আহমেদ, শীলা আহমেদ।

বৃটিশ ভারতের শেষ দিককার সময়ের বাংলার জমিদারদের অহংকার, আভিজাত্য এবং নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে এই নাটকে। এই নাটকে অভিনয় করেছেন সুবর্না মুস্তফাসহ অসাধারণ সব অভিনয় শিল্পী। অসাধারণ স্ক্রিপ্ট এবং গুণী শিল্পীদের ছোঁয়া এই নাটকটিকে জীবন্ত করে তুলেছে।

নাটকটি ইউটিউবে দেখুনঃ অয়োময়

আজ রবিবার

  • মূল মুক্তির তারিখঃ ১৯৯৯ সাল।
  • পর্বের সংখ্যাঃ ১৩টি।
  • অভিনয়েঃ আবুল হায়াত, আবুল খায়ের, আলী যাকের, সুবর্ণা মুস্তাফা, জাহিদ হাসান, শাওন, শীলা আহমেদ, ফারুক আহমেদ।

হূমায়ুন আহমেদের বেশিরভাগ নাটকই বাঙ্গালী মধ্যবিত্ত এবং গ্রামীন জীবনের কথা বললেও এই নাটকটির ক্ষেত্রে একটু ভিন্নতা লক্ষ্য করা যায়। এটি উচ্চবিত্ত একটি পরিবারকে ঘিরে তৈরী করা নাটক।

এই নাটকটি করে শিলা আহমেদ, ফারুক আহমেদ, শাওন এবং আলী জাকের সর্ব স্তরের মানুষের প্রশংসা পেয়েছিলেন।

নাটকটি ইউটিউবে দেখুনঃ আজ রবিবার

বহুব্রীহি

  • মূল মুক্তির তারিখঃ ১৯৮৮ সাল।
  • পর্বের সংখ্যাঃ ১৩ টি।
  • অভিনয়েঃ আবুল হায়াত, আলী যাকের, আসাদুজ্জামান নূর, আফজাল হোসেন, আফজাল শরীফ।

হূমায়ুন আহমেদকে নাট্য জগতের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রজোযক নওজেশ আলী খান। ওনারই প্রজোযনায় সৃষ্ট একটি নাটক হলো বহুব্রীহি।

আমরা সাধারনত হূমায়ুন আহমেদকে তার উপন্যাস মডিফাই করে নাটক তৈরী করতে দেখেছি। কিন্তু, এই নাটকের ক্ষেত্রে ঘটেছিল সম্পূর্ণ উল্টো ঘটনা।

টিভি পর্দায় এই নাটকটি দারুন দর্শকপ্রিয়তা পেয়ে গেলে হূমায়ুন আহমেদ এটার উপন্যাস রুপ লিখে বাজারে ছাড়েন।

এই নাটকের বিশেষত্ব হলো, এটার মাধ্যমেই সর্বপ্রথম রাজাকারদের বিরুদ্ধে মানুষকে নাটকের মাধ্যমে ঘৃণা জানানো হয়েছিল। এই নাটকেই প্রথমবারের মতো ” তুই রাজাকার” ডায়লগটি জনপ্রিয়তা পায়।

এই নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করা আবুল হায়াৎ এর ক্যারিয়ারের সেরা নাটক এটি।

নাটকটি ইউটিউবে দেখুনঃ বহুব্রীহি

এইসব দিনরাত্রি

  • মূল মুক্তির তারিখঃ ১৯৮৫ সাল।
  • পর্বের সংখ্যাঃ ৫৯ টি।
  • অভিনয়েঃ আসাদুজ্জামান নূর, ডলি জহুর, বুলবুল আহমেদ, আবুল খায়ের, দিলারা জামান, আব্দুল কাদের, আবুল হায়াত।

হূমায়ুন আহমেদের লেখা প্রথম ধারাবাহিকের নাম ‘এইসব দিনরাত্রী’। এটি সাধারণ বাঙ্গালী একান্নবর্তী মধ্যবিত্ত পরিবারকে নিয়ে লেখা একটি অসাধারণ নাটক। নব্বইয়ের দশকে প্রচারিত এই নাটক তখন প্রচুর জনপ্রিয়তা পায়।

বিটিভিতে প্রচারিত মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের প্রযোজিত এই নাটকে অভিনয় করেছেন আসাদুজ্জামান নুর, বুলবুল আহমেদ, আবুল খায়েরসহ আরো অনেকে। প্রত্যেক অভিনয় শিল্পীর জন্য এই নাটকটি কতটা গুরুত্বপূর্ণ ছিল, তার আন্দাজ পাওয়া যায় এই সময়ে এসেও।

নাটকটি ইউটিউবে দেখুনঃ এইসব দিনরাত্রী

জোছনার ফুল

  • মূল মুক্তির তারিখঃ ১৯৯৪ সাল।
  • পর্বের সংখ্যাঃ ২৬।
  • অভিনয়েঃ আবুল হায়াৎ, রিয়াজ, ফজলুর রহমান বাবু।

শিশুদের শিক্ষা নিশ্চিত করা নিয়ে জনসচেতনতা মূলক একটি নাটক ছিল “জোছনার ফুল”। শিশুদের মেধা বিকাশ এবং পড়াশোনার দিকে আগ্রহী করে তুলতে হূমায়ুন আহমেদ এই নাটকটি তৈরী করেছিলেন।

এই নাটকটিকে ছোটপর্দায় চিত্রনায়ক রিয়াজের অন্যতম সেরা কাজ হিশেবে বিবেচনা করা হয়।

নাটকটি ইউটিউবে দেখুনঃ জোছনার ফুল

সবুজ ছায়া

  • মূল মুক্তির তারিখঃ ১৯৯০ সাল।
  • পর্বের সংখ্যাঃ ১৭টি।
  • অভিনয়েঃ আসাদুজ্জামান নূর, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, এজাজুল ইসলাম, শান্তা ইসলাম, নাজমা আনোয়ার, সালেহ আহমেদ প্রমুখ।

গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষকে কেন্দ্র করে নির্মিত স্বাস্থ্য সচেতনতা মূলক একটি নাটকের নাম সবুজ ছায়া। হূমায়ুন আহমেদ বিটিভির জন্য এই নাটকটি নির্মান করেছিলেন।

নাটকটি ইউটিউবে দেখুনঃ সবুজ ছায়া

সবুজ সাথী

  • মূল মুক্তির তারিখঃ ১৯৯২ সাল।
  • পর্বের সংখ্যাঃ ১৪টি।
  • অভিনয়েঃ আফসানা মিমি, আসাদুজ্জামান নূর, জাহিদ হাসান, সালেহ আহমেদ, মাহফুজ আহমেদ, শাওন।

সবুজ ছায়া নামের নাটকটি খুব অল্প সময়ে দারুন সাড়া ফেলে দেয়ায় হূমায়ুনা আহমেদ বিটিভির জন্য অনূরূপ আরো একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেন, যার নাম ছিল সবুজ সাথী।

এই নাটকটিকে অভিনেত্রী আফসানা মিমির জিবনের অন্যতম সেরা নাটক হিসেবে দেখা হয়।

নাটকটি ইউটিউবে দেখুনঃ সবুজ সাথী

আশা করি, হূমায়ুন আহমেদের এই নাটকগুলো আপনি ডাউনলোড করে দেখবেন এবং এগুলো আপনার অবসর সময়কে আনন্দদায়ক করে তুলবে।

আরও পড়ুন-

Leave a Comment