ফ্রি ওয়েব হোস্টিং কি? সেরা ১০টি ফ্রি হোস্টিং সরবরাহকারী প্রতিষ্ঠান

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর যুগে নিজের অথবা ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার, প্রসার ও জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য একটি ওয়েবসাইট থাকার গুরুত্ব অপরিসীম। আর নিজস্ব ওয়েবসাইট তৈরি ও প্রকাশের জন্য ওয়েব হোস্টিং একাউন্ট বা ওয়েব স্পেস এর প্রয়োজন হয়। কেননা, ওয়েব হোস্টিং যেকানো ওয়েবসাইটের জন্য ভীত স্বরুপ।

মুল্যের উপর ভিত্তি করে ওয়েব হোস্টিংকে ২ ভাগে ভাগ করা হয়। সেগুলো হলো, ফ্রি ওয়েব হোস্টিং এবং পেইড ওয়েব হোস্টিং। এই আর্টিকেলে ফ্রি ওয়েব হোস্টিং কি এবং নির্ভরযোগ্য সেরা ১০টি ফ্রি হোস্টিং কোম্পানির সার্ভিস ও তাদের সেবা সমূহ গ্রহণের সুবিধা ও অসুবিধাগুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হবে।

ফ্রি ওয়েব হোস্টিং কি?

Web Hosting হলো একটি স্পেস বা জায়গা যেখানে একটি ওয়েবসাইটের কনটেন্টসমূহ (যেমনঃ ইমেজ, ফাইল, স্টাইলশিটসহ সকল ফাইল) জমা রাখা হয়। একটি কম্পিউটারে যেমন হার্ডডিস্ক থাকে, ঠিক তেমনি একটি ওয়েবসাইটের সার্ভারেরও হার্ডডিস্ক রয়েছে। এর মাধ্যমে ভিজিটররা যে কোনো সময়, পৃথিবীর যে কোনো স্থান থেকে একটি ওয়েবসাইটে ভিজিট করতে পারে।

আর, যে সমস্ত ওয়েবসাইট বা প্রতিষ্ঠানগুলো কোনোরকম টাকা পয়সা ছাড়াই ফ্রিতে হোস্টিং সুবিধা (নির্দিষ্ট পরিমাণ স্পেস ) প্রদান করে, সেগুলোকে ফ্রি ওয়েব হোস্টিং বলা হয়। বাজারে Free hosting সুবিধা প্রদানকারী প্রচুর ওয়েবসাইট থাকলেও সবগুলো কিন্তু মোটেও নির্ভরযোগ্য নয়।

কেন ফ্রি হোস্টিং ব্যবহার করবেন?

একজন নতুন ব্যবহারকারী হিসেবে ওয়েবসাইট তৈরী করা শেখার ক্ষেত্রে ফ্রি ওয়েব হোস্টিং সার্ভিস বেশ উপকারী। যেহেতু এটি ব্যবহার করতে কোনোরূপ টাকা পয়সা খরচ করতে হয় না, তাই যে কেউ এর মাধ্যমে ওয়েবসাইট তৈরী করা শিখতে পারে।

ফ্রি ওয়েব হোস্টিং এর আকর্ষণীয় কিছু দিক

কিছু কিছু ফ্রি ওয়েব হোস্টিং এ বিনামূল্যে ১০ জিবি হতে আনলিমিটেড পর্যন্ত ডিস্ক স্পেস ও ব্যান্ডউইথ পাওয়া যায়, যার প্রকৃত মূল্য কয়েক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
কিছু কিছু ফ্রি হোস্টিং সাইটে আনলিমিটেড ডোমেইন এবং সাব ডোমেইন তৈরী করার সুযোগ পাওয়া যায়।
বেশির ভাগ সাইটে হোস্টিং সার্ভিস ম্যানেজ করার জন্য কন্ট্রোল প্যানেল থাকে।
বিজনেসের জন্য আনলিমিটেড ইমেইল একাউন্ট তৈরি করা যায়।

ফ্রি ওয়েব হোস্টিং এর কিছু অসুবিধাসমূহ

বেশিরভাগ Free web Hosting এ নির্দিষ্ট পরিমাণ স্টোরেজ ব্যবহার করা যায়। এই নির্দিষ্ট পরিমাণ স্টোরেজ শেষ হলে হোস্টিং সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের প্রিমিয়াম প্যাকেজ ব্যবহার করার জন্য চাপ প্রয়োগ শুরু করে।

ফ্রি হোস্টিং সার্ভিসে খুব বেশি পরিমাণে ট্রাফিক আনা যায় না কিংবা ব্যান্ডউইথ অবশিষ্ট থাকে না।

প্রচুর রঙ্গিন গ্রাফিক্স, ভিডিও ও প্রচুর পৃষ্ঠার সমন্বয়ে গঠিত একটি বড় ওয়েবসাইট চালানোর জন্য প্রয়োজনীয় স্পেস Free web hosting এ থাকে না।

ফ্রি হোস্টিং সার্ভিস প্রোভাইডারগুলো মূলত বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয় করে থাকে। তাই ফ্রি সার্ভিস ব্যবহার করলে অনিচ্ছা সত্ত্বেও বিজ্ঞাপন প্রদর্শন করতে হয়। তবে বেশ কিছু ফ্রি ওয়েব হোস্টিং সরবরাহকারী সাইট আছে, যারা সম্পূর্ণভাবে বিজ্ঞাপনমুক্ত।

কিছু ফ্রি হোস্টিং প্রোভাইডার তাদের নিজস্ব ওয়েব সাইটের ডিজাইন বা টেমপ্লেট ব্যবহার করতে বাধ্য করে।

সেরা ১০ টি ফ্রি হোস্টিং সরবরাহকারী প্রতিষ্ঠান

ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে ফ্রি হোস্টিং সুবিধা পাওয়া খুবই সহজ। গুগলে Free hosting for WordPress লিখে সার্চ করলেই হাজারটা ওয়েবসাইটের সন্ধান পাওয়া যায়। কিন্তু যে কোনো প্রতিষ্ঠান থেকে ফ্রি হোস্টিং নেওয়ার সময় আমাদের বেশ সতর্ক থাকতে হবে। কেননা, কিছু কিছু প্রতিষ্ঠান ফ্রি হোস্টিং এর নামে ইউজারদের জন্য ফাঁদ পেতে রাখে। ইউজারের ব্যক্তিগত তথ্য হতে শুরু করে অর্থ বিষয়ক নানা তথ্য চুরি করাই থাকে তাদের মূল উদ্দেশ্য।

নিচে ব্যবহারকারীদের ভালোবাসা অর্জনকারী ১০ টি বিশ্বাসী, নির্ভরযোগ্য ও ভালো কোয়ালিটির ওয়েব হোস্টিং প্রোভাইডার সম্পর্কে আলোচনা করা হলো, যেগুলোতে ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে সহজেই আপনার ওয়েবসাইটটি হোস্ট করতে পারবেন।

১. GoogieHost

গুগিহোস্ট এককালে “ফ্রি হোস্টিং ওয়েবসাইট” হিসেবে অন্য যেকোনো ওয়েবসাইটের চেয়ে বেশি জনপ্রিয় অবস্থানে ছিল। বর্তমানে এর জনপ্রিয়তা আর আগের মতো নেই। এর বিশেষত্ব হলো, ফ্রি এসএসএল এর পাশাপাশি এরা ব্যবহারকারীদের ফ্রি তেই আনলিমিটেড ব্যান্ডউইথ সার্ভিস দিয়ে আসছে।

GoogieHost এর সুবিধা

  • ১০০০ এমবি স্টোরেজ
  • আনলিমিটেড ব্যান্ডউইথ
  • SSL সার্টিফিকেইট
  • ২ টি ই-মেইল অ্যাড্রেস
  • কনট্রোল প্যালেন
  • ২ টি FTP একাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম
  • MySQL এর সুযোগ
  • সেল্ফ ব্যাকআপ

GoogieHost এর অসুবিধাঃ

GoogieHost শুধু ওয়েব হোস্টিং দিয়ে থাকে, তাই এই সাইটের মাধ্যমে ওয়েবসাইট বিল্ড করা যায় না।

২. ProFreeHost

নাম দেখেই বোঝা যায়, প্রো ফ্রি হোস্ট হচ্ছে একটি ফ্রি ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার। এদের ফ্রি ওয়েব হোস্টিং সার্ভিস থেকে যে সুবিধা গুলো পাওয়া যাবে তা হলো,

ProFreeHost এর সুবিধাঃ

  • ফ্রি FTP ম্যানেজমেন্ট সিস্টেম
  • সহজ কন্ট্রোল প্যানেল
  • MySQL ডাটাবেস
  • আনলিমিটেড ডিক্স স্পেস
  • আনলিমিটেড ওয়েবসাইটস হোস্টিং
  • আনলিমিটেড ডোমেইন
  • আনলিমিটেড ব্যান্ডউইথ
  • কোনো বিজ্ঞাপন নেই
  • কোনো হিডেন চার্জ নেই

৩. 1FreeHosting

এই ওয়েবসাইটের একটি বেশ ভালো দিক হলো ফ্রি হওয়া সত্ত্বেও কোনো বিজ্ঞাপন না দেয়া। 1FreeHosting ওয়েবসাইট থেকে যে সুবিধা গুলো পাওয়া যাবে, তা হলো-

1FreeHosting এর সুবিধাঃ

  • আনলিমিটেড web hosting
  • কোনো হিডেন চার্জ নেই
  • ১০ জিবি ডিস্ক স্পেস
  • ১০০ জিবি ব্যান্ডউইথ
  • ৫ টি MySQL ডাটাবেস
  • ৫ টি ই মেইল অ্যাকাউন্ট
  • ৫ টি FTP অ্যাকাউন্ট
  • ফ্রি Template
  • কোনোরুপ বিজ্ঞাপন প্রদর্শন করে না
  • কনট্রোল প্যানেল

৪. WebFreeHosting

ওয়েবফ্রিহোস্টিং একটি ফ্রি এবং বিজ্ঞাপন মুক্ত web hosting সার্ভিস। এছাড়াও এই সাইটে যে সুবিধাগুলো রয়েছে

WebFreeHosting এর সুবিধাঃ

  • ডিস্ক স্পেস ১০০০ এমবি
  • মাসিক ব্যান্ডউইথ ৫০০০ এমবি
  • ফ্রি FTP ম্যানেজমেন্ট সিস্টেম
  • ফাইল ম্যানেজার
  • ৫ টি ইমেইল একাউন্ট ম্যানেজমেন্ট
  • MySQL এর বিভিন্ন ফিচার
  • স্ক্রিপ্ট ইন্সটলার
  • রয়েছে SMTP ও POP3 সার্ভিস ব্যবহারের সুবিধা

৫. AwardSpace

ফ্রি ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার গুলোর মধ্যে AwardSpace অন্যতম। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই ওয়েবসাইটটি মূলত একটি প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডার। তবে ফ্রিতেও এরা হোস্টিং সুবিধা দিয়ে থাকে।

AwardSpace এর সুবিধাঃ

  • ফ্রি VPS হোস্টিং
  • ১ জিবি SSD স্টোরেজ
  • ৫ জিবি মাসিক ব্যান্ডউইথ
  • ১ টি MySQL ডাটাবেস
  • পেইড ওয়েব হোস্টিং
  • রিসেলার হোস্টিং

এছাড়াও, এওর্য়াডস্পেস Free web hosting এ বিজ্ঞাপন মুক্ত বিভিন্ন ধরনের এক্সট্রা ফিচার তাদের ব্যবহারকারীদের দিয়ে থাকে।

AwardSpace এর অসুবিধাঃ

সীমিত ডাটাসেন্টার হওয়ায় বিকল্প কোনো হোস্টিং পরিকল্পনায় ফ্রি ডোমেনই পাওয়া যায় না।

৬. Bravenet

ব্রেভনেট মূলত একটি ওয়েবসাইট বিল্ডার সার্ভিস প্রোভাইডার। যা একইসাথে ওয়েব টুলসেরও সার্ভিস দিয়ে আসছে। এটি বিশ্বব্যাপী অসংখ্য গ্রাহকদের সীমাহীন ডোমেইন, হোস্টিং, ওয়েব মাস্টারদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন টুলস এবং সহজে ওয়েবসাইট তৈরির সামগ্রী সরবরাহ করে। কাজেই, এই সাইটের Free hosting সার্ভিসটি যথেষ্ট নির্ভরযোগ্য এবং সুরক্ষিত।

Bravenet এ ফ্রি হোস্টিং পাওয়ার জন্য প্রথমে তাদের ওয়েব সাইটে ইমেইলের মাধ্যমে একটি ফ্রি একাউন্ট খুলে সেখানে একটি ডোমেইন রেজিস্টার করতে হবে।

Bravenet এর সুবিধাঃ

  • ৩ জিবি ব্যান্ডউইথ
  • ৫০০ এমবি SSD স্টোরেজ
  • একটি FTP অ্যাকাউন্ট
  • একটি ই-মেইল অ্যাকাউন্ট
  • SSL Certificates

Bravenet এর অসুবিধাঃ

  • SSD স্টোরেজ কম
  • কোনো MySQL ডাটাবেস নেই
  • PHP ও SSH নেই

৭. Freehostia

ফ্রিহোস্টিয়া একটি ওয়েবসাইট বিল্ডার সার্ভিস প্রোভাইডার। তারা দীর্ঘ ১০ বছর যাবত Free hosting সুবিধা দিয়ে আসছে। এই ওয়েবসাইটটি তাদের ব্যবহারকারীদের সাশ্রয়ী মূল্যে, উচ্চ মানসম্পন্ন ওয়েব হোস্টিং সরবরাহ করতে সক্ষম।

Freehostia এর সুবিধাঃ

  • ২৫০ এমবি ডিস্ক স্পেস
  • ৬ জিবি মাসিক ট্রাফিক
  • ৫ টি হোস্টেড ডোমেইন
  • ৩ টি ই-মেইল অ্যাকাউন্ট
  • একটি MySQL v.5 ডাটাবেস
  • ১০ এমবি MySQL স্টোরেজ

Freehostia এর অসুবিধাঃ

  • কোনো কন্ট্রোল প্যানেল নেই
  • তুলনামূলক ভাবে স্টোরেজ খুব কম
  • কোনো ওয়ার্ডপ্রেস ইন্সটলার নেই

৮. x10Hosting

ওয়েব হোস্টিংয়ের জগতের সবচেয়ে পুরাতন এবং বৃহৎতম সংস্থা গুলোর মধ্যে এক্স ১০ হোস্টিং অন্যতম। এরা ফ্রি তে হোস্টিং সুবিধা দেয়ার পাশাপাশি ক্লাউড হোস্টিং (পেইড) এবং ভিপিএস সার্ভারের সুবিধাও দিয়ে আসছে।

x10Hosting এর সুবিধাঃ

  • আনলিমিটেড স্টোরেজ
  • ফ্রি SSL
  • আনলিমিটেড ব্যান্ডউইথ

x10Hosting এর অসুবিধাঃ

  • কোনো ওয়ার্ডপ্রেস ইন্সটলার নেই
  • ফ্রি সাবডোমেইন এর সাথে কোনো ইমেইল অ্যাকাউন্ট থাকে না

Free web hosting এর জন্য ভিজিট করুন x10Hosting :

৯. ByetHost

এটি বাইট ওহিওতে অবস্থিত, ব্যক্তিগত মালিকানাধীন একটি ওয়েব হোস্টিং সংস্থা। এই ওয়েবসাইটটি তাদের ব্যবহারকারীদের সাশ্রয়ী মূল্যে, উচ্চ মানসম্পন্ন ফ্রি ওয়েব হোস্টিং সরবরাহ করে থাকে। এই সাইটের Free hosting সার্ভিসটি যথেষ্ট নির্ভরযোগ্য এবং সুরক্ষিত।

ByetHost এর সুবিধাঃ

  • ৫ জিবি ডিস্ক স্পেস
  • ফ্রি FTP অ্যাকাউন্ট ও ফাইল ম্যানেজার
  • কন্ট্রোল প্যানেল
  • MySQL ডাটাবেস
  • PHP সাপোর্ট
  • কন্ট্রোল প্যানেল
  • বিজ্ঞাপনের ঝামেলা মুক্ত

১০. 000Webhost

ট্রিপলজিরো ওয়েবহোস্ট হচ্ছে একটি ফ্রি এবং একই সাথে একটি প্রিমিয়াম ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার। 000Webhost তার ব্যবহারকারীদের মাল্টিপল হোস্টিং সার্ভিস দিয়ে থাকে।

000Webhost এর সুবিধাঃ

  • ৩০০ এমবি ডিস্ক স্পেস
  • ৩ জিবি লিমিটেড ব্যান্ডউইথ

000Webhost এর অসুবিধাঃ

  • ডিস্ক স্পেস এবং ব্যান্ডউইথ অনেক কম
  • কোনো ই-মেইল সুবিধা নেই
  • কোনো ওয়ার্ডপ্রেস ইন্সটলার নেই

— শেষ কথা —

ওয়েব ডেভেলপমেন্ট শেখা বা সাধারণ ওয়েবসাইট কিংবা ব্লগিং এর জন্য ফ্রি হোস্টিং সার্ভিস ব্যবহার করা ভালো। তবে যেকোনো গুরুত্বপূর্ণ কাজ, হোক সেটা নিজের কোম্পানির জন্য অথবা ক্লাইন্টের জন্য, সেক্ষেত্রে কোনক ফ্রি হোস্টিং সার্ভিস ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ।

প্রাসঙ্গিক লেখা-

Leave a Comment