আপনি কি কোরা (Quora) এবং মিডিয়াম পার্টনার প্রোগ্রামের নাম শুনেছেন? আপনি কি জানেন- অনলাইনে প্রশ্ন ও উত্তর আদান-প্রদান ভিত্তিক অত্যন্ত জনপ্রিয় একটি ফোরাম সাইট কোরা (Quora) পার্টনার প্রোগ্রামের মাধ্যমে আপনি অনলাইনে টাকা আয় করতে পারবেন। অপরদিকে মিডিয়াম.কম নামের একটি সাইটের পার্টনার প্রোগ্রামে যুক্ত হয়ে শুধুমাত্র লেখালেখি করেও প্রচুর টাকা আয় করা সম্ভব।
কিভাবে তা সম্ভব? এ প্রশ্নের উত্তর দেয়ার জন্যেই আমার আজকের এই আয়োজন।
তবে মূল বিষয়ে যাবার আগে আসুন জেনে নেই-
Quora এবং মিডিয়াম পার্টনার প্রোগ্রাম এর মধ্যে পার্থক্য কি?
Quora পার্টনার প্রোগ্রাম সবার জন্য উন্মুক্ত নয়। এটা সম্পূর্ণই আমন্ত্রণমূলক পার্টনার প্রোগ্রাম।
আপনি ইচ্ছে করলেই এতে যুক্ত হতে পারবেন না। তবে এতে অংশগ্রহণের যোগ্যতা তৈরি করা সম্ভব। বিষয়টি একটু ব্যাখ্যা করে না বললে পরিষ্কারভাবে বোঝা সম্ভব নয়।
আপনি গুগলে কখনও কোনো বিষয়ে সার্চ করে দেখেছেন কি?
ধরে নিন আপনি গুগলে সার্চ করলেন, “How to earn money online from Quora?”
সার্চ করার পর SERP’s -এ নিচের চিত্রের মতো একটি ফলাফল আসবে।
লক্ষ্য করে দেখুন, চিত্রে সার্চ রেজাল্টের প্রথমে সর্বাধিক গুরুত্বপূর্ণ উত্তরের প্রয়োজনীয় অংশ দেখাচ্ছে।
এর ঠিক পরেই আপনার প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রশ্নের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
লক্ষ্য করে দেখুন- প্রথম লিংকের নিচেই লেখা আছে-
People also ask
এরপর কয়েকটি প্রশ্নের তালিকা দেয়া হয়েছে।
Quora পার্টনার প্রোগ্রাম এই প্রশ্নের তালিকা প্রদর্শনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। SERP এর প্রথম পাতায় গুগল এর নির্বাচনে যে সকল প্রশ্নগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে প্রকাশ করা হয় বিভিন্ন বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান সে প্রশ্নের উপর বিজ্ঞাপন প্রদান করে।
আপনি Quora এর ইংরেজি সংস্করণে যে কোন প্রশ্নের উত্তর জানার জন্য সেই প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট পৃষ্ঠাটি খুললে যে বিজ্ঞাপনটি দেখতে পাবেন তা মূলত বিজ্ঞাপনদাতা ঐ প্রশ্নটির মার্কেট ভ্যালু বিবেচনা করে অর্থের বিনিময়ে Quora তে ঐ প্রশ্নোত্তরের পাতায় প্রকাশ করে।
মূলত Quora এই বিজ্ঞাপন প্রদত্ত অর্থের মাধ্যমেই আয় করে যাচ্ছে।
একারণে Quora এর ইংরেজি সংস্করণে শুধুমাত্র প্রশ্ন করার জন্য বিভিন্ন জনকে Quora পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়।
তার মানে এই নয় যে, আপনি একটি প্রশ্ন করার মাধ্যমেই এতে যুক্ত হতে পারবেন। এর জন্য আপনাকে এমন কিছু প্রশ্ন করতে হবে যা সত্যিকার অর্থে অর্থপূর্ণ এবং যে প্রশ্নগুলোর উত্তর জানার জন্য প্রচুর সংখ্যক মানুষ বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালায়।
এভাবে কিছু প্রশ্ন করা সম্ভব হলে এবং সেই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য (যদি কেউ তাতে উত্তর দিয়ে থাকে) প্রচুর দর্শকের সমাগম হলে এবং সেই সাথে আপনার প্রশ্নের জনপ্রিয়তা ও বিজ্ঞাপন দাতাদের আগ্রহের তথ্যাদি বিচার-বিশ্লেষণ করে Quora কর্তৃপক্ষ আপনাকে Quora পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবেন।
আপনি তাতে সম্মত হলে পরবর্তীতে আপনি Quora পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয়ে প্রশ্ন করার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন।
এবার আসুন মিডিয়াম পার্টনার প্রোগ্রাম এর বিষয়ে কিছু জানার চেষ্টা করি।
মিডিয়াম মূলত প্রকৃত লেখকদের একটি প্রকাশনা সংস্থা বলা যায়।
এখানে আপনি মৌলিক কিছু লিখে বিনামূল্যে মিডিয়াম পার্টনার প্রোগ্রাম -এ যুক্ত হয়ে অর্থ উপার্জন করতে পারবেন।
তবে এক্ষেত্রেও কিছু তথ্যাদি আপনার জানা থাকাটা জরুরি।
মিডিয়ামে আপনার লেখা প্রকাশ করার পর সেই লেখাটি মিডিয়ামে যোগদান করা শুধুমাত্র Paid Member পড়ে থাকলে তারা ঠিক কতটা সময় পড়েছে তার উপর ভিত্তি করে আপনাকে অর্থ প্রদান করা হবে।
এর বাইরে অর্থাৎ মিডিয়াম মেম্বার না হলে অন্য উৎস যেমন গুগলে সার্চ করে আপনার লেখা খুঁজে পাবার পর যদি কেউ সেই লেখটি পড়ে তাতে মিডিয়াম কর্তৃপক্ষ আপনাকে এক টাকাও প্রদান করবে না।