ইবুক কি? ১৩টি পিডিএফ বই ডাউনলোড করার ওয়েবসাইট সম্পর্কে জানুন বিস্তারিত

ইন্টারনেটে প্রচুর পিডিএফ বই ডাউনলোড করার ওয়েবসাইট রয়েছে। সেসব ওয়েবসাইটে রয়েছে হাজার হাজার বই। পেইড পিডিএফ বইয়ের তালিকার পাশাপাশি আছে ফ্রি ডাউনলোড সুবিধা। তবে সেগুলোর মধ্যে সেরা সাইটটি বেছে নেয়া খুব সহজ নয়। আপনি কি সেরা পিডিএফ বই ডাউনলোড করার ওয়েবসাইট, লিংক বা অ্যাপস খুঁজছেন? তবে এই লেখাটি আপনার জন্যই।

ইবুক ও পিডিএফ বই কি?

ইবুক (Electronic book) হলো কাগজে ছাপানো বইয়ের ডিজিটাল সংস্করণ। তবে এমন অনেক ইবুকও রয়েছে যেগুলোর কোন মুদ্রিত রূপ নেই। বইয়ের এই আধুনিক সংস্করণ পড়া হয় স্মার্টফোন, ট্যাব, ই-বুক রিডার বা কম্পিউটারের মতো ইলেকট্রিক ডিভাইসে। ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয় বলে এতে বিভিন্ন অডিও, ভিডিও ও এনিমেশন যোগ করা যায়।

ই-বুককে সাধারণভাবে পাঁচ ভাগে ভাগ করা যায়:

পিডিএফ

পিডিএফ বা পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট হলো মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি। অর্থাৎ এই ধরণের ই-বুকে অতিরিক্ত কোনোকিছু যোগ করা হয় না। কাগজে মুদ্রিত বই এবং পিডিএফ বইয়ে কোনরকম পার্থক্য নেই। এখানে আপনি সম্পূর্ণ বই একসঙ্গে বা অধ্যায় হিসেবে পেয়ে যাবেন।

HTML

যে বইগুলো শুধুমাত্র অনলাইনে পড়া যায়, সেগুলোই HTML বা Hyper Text Mark-Up Language আকারে প্রকাশিত হয়। এ ধরণের বইয়ের সচরাচর কোন মুদ্রিত রূপ থাকে না।

EPUB

Electric Publication ফরম্যাটটিও কাগজে মুদ্রিত বই এর মতো। তবে এখানে কিছু বাড়তি সুবিধা দেয়া হয়। যেমন: পাঠকের নিজের নোট লেখা, শব্দের অর্থ জানা ইত্যাদি। তবে এসব ই-বুকের কোনো কোনোটি বিশেষ ডিভাইস (যেমন: ফিল্ডস বা আইবুক রিডার) ছাড়া পড়া যায় না।

স্মার্ট ইবুক

এই ধরণের ই-বুক মাল্টিমিডিয়া সমৃদ্ধ। অর্থাৎ এখানে লিখিত অংশের পাশাপাশি বিভিন্ন ত্রিমাত্রিক ছবি, অডিও, ভিডিও, এনিমেশন যুক্ত করা হয়। এ ধরণের ইলেকট্রনিক বই এ কুইজ এর ব্যবস্থাও থাকে। তবে অনেক ক্ষেত্রেই এসব ই-বুক এমনভাবে তৈরি করা হয় যা কেবল কিছু নির্দিষ্ট হার্ডওয়্যারে পড়া যায়। যেমন: ওপেন কম্পিউটারস্ এ তৈরি আইবুক শুধুমাত্র আইপ্যাড বা ম্যাক কম্পিউটারে ভালোভাবে পড়া যায়।

ই-বুক অ্যাপস্

এক্ষেত্রে ই-বুকটি নিজেই একটি অ্যাপস্ আকারে প্রকাশিত হয়। অনেক সময় এখানে মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি থাকে না। তবে অ্যাপস থেকে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। এখানে আপনি বইয়ের নিজস্ব সংগ্ৰহ তৈরি করতে পারবেন। অ্যাপস্ এর মাধ্যমে যেকোন কম্পিউটার ও স্মার্টফোন থেকেই ই-বুক পড়া যায়।

পিডিএফ হলো ই-বুকের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট। সেইসাথে বহুল প্রচলিতও। অ্যান্ড্রোয়েড, কম্পিউটার, আইওএস সহ প্রায় সকল ডিভাইসের জন্য পিডিএফ সম্পূর্ণ উপযুক্ত একটি ফরম্যাট। অ্যাপস্ এর মাধ্যমেও যেকোন ডিভাইজে পিডিএফ বই পড়তে কোন সমস্যা হয় না। তাই এখানে শুধুমাত্র পিডিএফ ফাইল এবং ই-বুক অ্যাপস্ সম্পর্কে বলা হয়েছে।

আরও পড়ুন –

পিডিএফ বই ডাউনলোড করার সেরা ১৩ টি ওয়েবসাইট

ইন্টারনেটে পিডিএফ ডাউনলোড সাইট এর কোন অভাব নেই। তবে পিডিএফ বই ডাউনলোড এর জন্য সহজ ও সুবিধাজনক সাইট খুবই কম। কিছু সাইট থেকে পিডিএফ ডাউনলোড এতোটাই সমস্যা তৈরি করে যে; পাঠকের ই-বুক পড়ার ইচ্ছাটাই মরে যায়। আজ আপনাদের এমন ১৩ টি ওয়েবসাইট সম্পর্কে বলব যেগুলো পিডিএফ বই ডাউনলোড ও পড়ার জন্য সত্যিই অসাধারণ।

Google search | পিডিএফ বই ডাউনলোড

বর্তমানে বিশ্বের প্রায় ৯০% মানুষ তাদের পিডিএফ বই ডাউনলোডের জন্য সরাসরি গুগলে সার্চ করেন। পিডিএফ বই ডাউনলোড করতে এটি সবচেয়ে সহজ একটি পদ্ধতি।

এজন্য প্রথমে আপনাকে গুগল সার্চ ইঞ্জিনে যেতে হবে। সার্চ বারে আপনার পছন্দের বইটির নাম লিখে শেষে “filetype:pdf” অথবা pdf download বা শুধু pdf লিখে সার্চ করলেই বইটি পিডিএফ আকারে চলে আসবে। তখন আপনি সেখান থেকে বইটি ডাউনলোড করে নিতে পারবেন।

bn.bdebooks.com

ফ্রি বাংলা পিডিএফ বই ডাউনলোড এর জন্য bn.bdebooks চমৎকার একটি ওয়েবসাইট।

কিশোর সাহিত্য, জীবনী, উপন্যাস, গল্প, প্রবন্ধ, কবিতা, বৈজ্ঞানিক কল্পকাহিনী, মুক্তিযুদ্ধ, নিষিদ্ধ বই, ভূতুড়ে গল্পের বই, অনুবাদসহ সব ধরণের বই এ ওয়েবসাইটে রয়েছে।

এখানে প্রতিটি বইয়ের জন্য বিবরণ ও রিভিউ দেয়া আছে। বিবরণের একটু নিচেই আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। ডাউলোড অপশনে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত পিডিএফ বই ডাউনলোড হয়ে যাবে।

amarbook.org

পিডিএফ ফ্রি ডাউনলোড এর জন্য এই ওয়েবসাইটিও বেশ ভালো। এখানে দেশীয় লেখকসহ ভারতীয় অনেক লেখকের বাংলা বই পাবেন।

গল্প, উপন্যাস, সাইন্স ফিকশন, ছোটগল্প, জীবনীসহ বিভিন্ন ক্যাটাগরির বই আছে এখানে। তবে সাইটটিতে বইগুলো কোন বিশেষ ক্যাটাগরিতে দেখানো হয়নি।

ওয়েবসাইটে প্রবেশের পর প্রথমেই আপনি সার্চ বার পাবেন। সেখান থেকে নিজের পছন্দের বইটি খুঁজে নিতে পারেন। এখানে বইয়ের রিভিউ নেই তবে প্রতিটি বইয়ের জন্য বিবরণ দেয়া আছে। বিবরণের নিচে আছে লেখক পরিচিতি।

তার নিচে আপনি উপরের ছবির মতো একটি ছোট বক্স পাবেন। সেখানে captcha code টি লিখে সাবমিট করলেই পিডিএফ বই ডাউনলোড হয়ে যাবে।

banglabook.org

ফ্রি পিডিএফ বই ডাউনলোড করতে এই সাইটটিও বেশ জনপ্রিয়। এখানে বইগুলো ৪টি ক্যাটাগরিতে ভাগ করা।

  • A-Z List
  • Bangladeshi writers
  • Indian Writers
  • Translation

এখান থেকে সহজেই আপনার পছন্দের বইটি খুঁজে বের করতে পারবেন। এছাড়া সার্চ বার তো আছেই। এখানে আপনি হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল, সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সমরেশ মজুমদারসহ অনেক লেখকের প্রচুর বই পাবেন।

এছাড়া বিভিন্ন বিখ্যাত ইংরেজি বইয়ের অনুবাদ বইও এখানে রয়েছে। তবে কমেডি ও হরর গল্পগুলো এখনো এখানে লিস্ট করা হয়নি।

amarboi.com

ওয়েবসাইটে বইগুলো সূচিপত্র ও লেখকসূচিতে দারুনভাবে সাজানো। এখানে আপনি পিডিএফ বই ডাউনলোড এর জন্য জীবনীগ্ৰন্থ, উপন্যাস, গল্প, পত্রিকা, বইমেলার বই, ইতিহাস, অনুবাদসহ বিভিন্ন ক্যাটাগরির বই পাবেন। যদি সাইটটিতে আপনার পছন্দের বইটি না থাকে তাহলে আপনি তার জন্য অনুরোধ পাঠাতে পারেন।

কিন্ডল ই-বুক রিডারে পিডিএফ বই পড়তে অসুবিধা হয়। কিন্তু ইন্টারনেটে বেশিরভাগ বই পিডিএফ আকারেই পাওয়া যায়। এই সাইটটি কিন্ডল রিডারে পড়ার জন্য উপযুক্ত কিছু পিডিএফ বই তৈরি করেছে। সেখান থেকে আপনি কিন্ডলের জন্য বাংলা পিডিএফ বই ডাউনলোড করতে পারবেন।

pathagar.org

এ ওয়েবসাইটের বিশেষত্ব হলো এখানে পিডিএফ বই ডাউনলোড এর পাশাপাশি আপনি বইয়ের অডিও, ভিডিও এবং প্রেজেন্টেশন ডাউনলোড করতে পারবেন।এখানে হাজারেরও বেশি বই আছে।

রহস্যপত্রিকা, উপন্যাস, ম্যাগাজিন এবং ইসলামিক বইসহ আরো বিভিন্ন ক্যাটাগরির‌ বই এখানে পেয়ে যাবে। ওয়েবসাইটিতে আপনি চাইলে নিবন্ধনও করতে পারেন।

Boi-bilas.blogspot.com

এখানে বইগুলো বেশ কয়েকটি ক্যাটাগরিতে গোছানো। ওয়েবসাইটে প্রবেশের প্রথমেই আপনি একটি মেনু বার পাবেন। সেখানে ডানপাশের ছোট তীর চিহ্নে ক্লিক করলেই ক্যাটাগরিগুলো দেখা যাবে। সেখান থেকে পছন্দের বইটি বেছে নিতে পারেন। পিডিএফ বই ডাউনলোড এর জন্য এটিও বেশ সহজ একটি ওয়েবসাইট।

সাইটটিতে যে ক্যাটাগরিগুলো রয়েছে:

  • ইসলামী সাহিত্য
  • কুরআন ও হাদিস বিষয়ক
  • উপন্যাস
  • কবিতা
  • অনুবাদ
  • মুক্তিযুদ্ধ বাংলাদেশ ও রাজনীতি
  • ঐতিহাসিক
  • অমনিবাস (বিভিন্ন জনপ্রিয় সিরিজে প্রকাশিত বই)
  • অন্যান্য

banglapustak.com

পিডিএফ বই ডাউনলোড এর জন্য এটি বেশ সহজ একটি ওয়েবসাইট। এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রচুর বই আছে। ক্যাটাগরিগুলো হলো-

  • অনুবাদ গল্পসংগ্ৰহ
  • আত্মকথা মূলক বই
  • আধ্যাত্মিক বই
  • অলৌকিক কাহিনী
  • উপন্যাস সংগ্ৰহ
  • ঐতিহাসিক বই
  • কিশোর সাহিত্য
  • গোয়েন্দা কাহিনী
  • ধর্ম সংক্রান্তিত
  • পুরাণের বই
  • দুষ্প্রাপ্য বই
  • সরস/মজাদার গল্প
  • প্রেমের গল্প
  • জ্যোতিষশাস্ত্র
  • ভূতের গল্প

প্রতি বইয়ের জন্য আলাদা করে বিবরণ দেয়া আছে। বিবরণের নিচেই আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। পিডিএফ ডাউনলোড সাইট হিসেবে banglapustak বেশ জনপ্রিয়।

grontho.net

পিডিএফ বই ডাউনলোড এর জন্য গ্ৰন্থ ডট কমও বেশ সহজ একটি ওয়েবসাইট। তবে এখানে বইগুলো কোন বিশেষ ক্যাটাগরিতে গোছানো নেই। বইগুলো লেখকসূচিতে ইংরেজি ও বাংলা বর্ণমালা দিয়ে সাজানো।

গল্প, উপন্যাসের পাশাপাশি এখানে ভিন্নধর্মী কিছু বইও আছে। যেমন: পেয়ানো শেখার কোর্স, কাহিনী, অর্থশাস্ত্র, গিটার শেখার বই ইত্যাদি। তবে এখানে খুব বেশি বইয়ের সংগ্ৰহ নেই।

লেখকসূচির মাধ্যমে আপনার পছন্দের বইটি খুঁজে দেখতে পারেন। বইয়ের নিচে দু-তিন লাইনের বিবরণের পর আপনি পিডিএফ বই ডাউনলোড এর অপশন পেয়ে যাবেন।

nctb.gov.bd

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (National Curriculum and Textbook Board) থেকে আপনি সকল শ্রেণীর পাঠ্যবই এর পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। এখানে বইগুলো শ্রেণী অনুযায়ী আলাদা ক্যাটাগরিতে ভাগ করা।

ক্যাটাগরিগুলো হলো:

  • প্রাক-প্রাথমিক স্তর
  • প্রাথমিক স্তর
  • ইবতেদায়ী স্তর
  • মাধ্যমিক স্তর
  • উচ্চমাধ্যমিক স্তর
  • বিভিন্ন নৃগোষ্ঠীদের জন্য মাল্টি-লিঙ্গুয়েজ এডুকেশন
  • কারিগরি স্তর

আপনি যদি পাঠ্যবই ডাউনলোড করতে চান তবে এনসিটিবি আপনার জন্য একটি সেরা পিডিএফ ডাউনলোড সাইট।

ebook.gov.bd

এ প্লাটফর্মটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত। এখানে আপনি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পাঠ্যবই ডাউনলোড করতে পারবেন।

ওয়েবসাইটে প্রবেশের সাথে সাথে একটি চমৎকার রঙিন পেজ দেখা যাবে। শিক্ষার্থীদের জন্য কভারপেজটি খুবই আকর্ষণীয়।

এখানে বইগুলো প্রধাণত পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা।

  • শিক্ষাক্রম
  • সাধারণ শিক্ষা
  • মাদ্রাসা বোর্ড
  • কারিগরি বোর্ড
  • সহায়ক পাঠ্য

parageducation.com

অন্যান্য সাইটের তুলনায় এটি কিছুটা ভিন্ন ধরণের ওয়েবসাইট। এখানে প্রধানত যে ক্যাটাগরিগুলো আছে-

  • মোটিভেশনাল
  • ইসলামি বই
  • গণিত বিষয়ক
  • বিজ্ঞান বিষয়ক বই
  • থ্রিলার বই
  • SSC, HSC, Hons, BCS job book

এখানে আপনি অনুপ্রেরণা মূলক প্রচুর বই পাবেন। আয়মান সাদিক, সাদাত হোসেন, আরিফ আজাদ, চমক হাসান ও ঝংকার মাহমুদের প্রচুর বই আছে সাইটটিতে।

পিডিএফ ডাউনলোড সাইট হিসেবে এটি কিছুটা অন্যরকম। এখানে বইয়ের পাশাপাশি SSC, HSC সহ বিভিন্ন পরীক্ষার জন্য সহায়ক নোট এবং প্রযুক্তি বিষয়ক আর্টিকেলও রয়েছে।

islamicboisomahar.in

এই ওয়েবসাইটি সর্ববৃহৎ ইসলামিক ই-বুক লাইব্রেরি। ইসলামিক পিডিএফ বই ডাউনলোড এর জন্য এটিই সবচেয়ে উপযোগী ওয়েবসাইট।

এখানে ‘ক’ থেকে ‘হ’ পর্যন্ত বর্ণ দিয়ে বইগুলো সহজভাবে সাজানো। ফলে যেকোন বই খুব দ্রুত খুঁজে বের করা যায়। তাছাড়া সার্চ বারের মাধ্যমেও বই খুঁজে নিতে পারেন। কাঙ্ক্ষিত বইয়ের ডাউনলোড অপশনে ক্লিকের কিছুক্ষণের মধ্যেই আপনার পিডিএফ বই ডাউনলোড হয়ে যাবে।

পিডিএফ বই ডাউনলোড করতে অ্যাপস্

বাংলা পিডিএফ বই ডাউনলোড এর ক্ষেত্রে বর্তমানে দুটি অ্যাপস্ বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অ্যাপস্ দুটি হলো সেইবই এবং মুঠোবই। এখানে পিডিএফ বই ডাউনলোড ও পড়ার বিশেষ সুবিধা রয়েছে।

সেই বই | পিডিএফ বই ডাউনলোড

পিডিএফ বই ডাউনলোড এর জন্য জনপ্রিয় অ্যাপস্- সেইবই
পিডিএফ বই ডাউনলোড এর জন্য জনপ্রিয় অ্যাপস্- সেইবই

এই সাইটে নিবন্ধন না করেও আপনি বই ডাউনলোড করতে পারবেন। তবে সাইন আপ ছাড়া খুব বেশি সুবিধা পাওয়া যাবে না। এখানে পেমেন্টের পাশাপাশি কিছু বই আপনি ফ্রিতেও পেতে পারেন।

ডাউনলোডের পর বইগুলো লাইব্রেরি অপশনে পেয়ে যাবেন। এ্যাপে নাইট মুড এর পাশাপাশি অভিধানের সুবিধাও রয়েছে। এছাড়া আপনি বইয়ের যেকোন অংশ হাইলাইট ও কপি করতে পারবেন।

মুঠোবই | পিডিএফ বই ডাউনলোড

এ্যাপটি লঞ্চ করেছে রকমারি ডট কম। মুঠোবই ব্যবহারের জন্য প্রথমেই আপনাকে এখানে সাইন আপ করতে হবে।

আপনার পছন্দের যেকোন বই সিলেক্ট করুন। সেখানে ক্লিক করার সাথে সাথে আপনি পেমেন্ট অপশনে চলে যাবেন। পেমেন্ট ক্লিয়ার করলেই বইটি ডাউনলোড হয়ে যাবে। এখানে কিছুসংখ্যক বই আপনি ফ্রিতেও ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড করা বইগুলো বুকশেলফ অপশনে পেয়ে যাবেন। মুঠোবইয়ে ডাউনলোড করা বইয়ের ফন্ট, কালার, সাইজ ইচ্ছেমত পরিবর্তন করা যায়। এখানে বুকমার্ক ও নাম/ শব্দ সার্চের সুবিধাও রয়েছে।

আমার দৃষ্টিতে বাংলা পিডিএফ বই ডাউনলোড এর জন্য bn.bdebooks.com সাইটটি সবচেয়ে সেরা। এ সাইটে প্রবেশের পর আপনার অন্য কোন ওয়েবসাইটে যাবার প্রয়োজন পড়বে না। সবধরনের, সব বয়সের বই এখানে সহজেই খুঁজে পাবেন। তবে অন্য ১২টি ওয়েবসাইট এবং ২টি ই-বুক ডাউনলোড এ্যাপ যে মন্দ তা নয়। সবগুলো সাইটই কোন না কোন দিক দিয়ে সেরা। তাছাড়া এ সাইটগুলো ব্যবহারে জটিলতা নেই বললেই চলে।

প্রয়োজন মনে হলে পড়ে দেখতে পারেন –

    Leave a Comment